parbattanews

কক্সবাজারে ৮০ লাখ ৫১ হাজার ৭৮০ টাকা রাজস্ব আদায়

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে চার দিনব্যাপী আয়কর মেলা রবিবার (১৮ নভেম্বর) সম্পন্ন হয়েছে। মেলায় সর্বমোট ২১৫৩ রিটার্ন দাখিল হয়। চার দিনে রাজস্ব আদায় হয়েছে ৮০ লাখ ৫১ হাজার ৭৮০ টাকা। টিন সনদ দিয়েছে ৫৩ টি।

গত ১৫ নভেম্বর কক্সবাজারস্থ বিয়াম ফাউন্ডেশনের ইনানী মাল্টিপারপাস হলে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়ে ১৮ নভেম্বর সমাপ্ত হয়।

সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল-৪ চট্টগ্রামের কর কমিশনার মো. লুৎফুল আজীম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান, বিয়াম ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আনোয়ার পাশা, কক্সবাজার কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ছৈয়দুল হক।

সভাপতিত্ব করেন কর অঞ্চল ৪, চট্টগ্রাম এর পরিদর্শক যুগ্ম-কর কমিশনার মো. মাসুদ রানা। চার দিনের মেলায় আয়কর দাতাদের প্রচুর সাড়া মিলেছে। ভিড়ের কারণে শেষ দিনে অনেকে আয়কর রিটার্ন জমা করতে পারেননি। তাদের জন্য সময় বাড়ানো হয়েছে।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিলম্ব জরিমানা বিহীন খুরুশকুল রাস্তার মাথা সংলগ্ন এস.কে টাওয়ারস্থ অফিসে আয়কর রিটার্ন জমা দেয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

মেলায় কর পরিদর্শক গোলাম কিবরিয়া, মো. জুনাইদ, আ.ন.ম হামিদ, মুহাম্মদ আমান উল্লাহসহ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা মেলায় দায়িত্ব পালন করেন।

Exit mobile version