parbattanews

কক্সবাজার ও পার্বত্য ৩ জেলায় বদলিকৃত ইউএনও যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে তিন ধাপে ৮ বিভাগে ২০৫ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপের বদলি বাস্তবায়িত হয়েছে। এ বদলি তালিকায় কক্সবাজার ও পার্বত্য ৩ জেলার বেশ কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন। তারা হলেন-

৩ পার্বত্য জেলা থেকে যারা বদলি হলেন ও আসলেন:
রাঙামাটি সদরের ইউএনও নাজমা বিনতে আমিনকে লক্ষ্মীপুরের রায়পুরে, বান্দরবানের লামার মোস্তফা জবেদ কাওসারকে রাঙামাটি সদরে, রাঙামাটির রাজস্থলীর শান্তনু কুমার দাশকে বান্দরবানের লামায়, খাগড়াছড়ির পানছড়ির রুবাইয়া আফরোজকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে, কক্সবাজারের পেকুয়ার পূর্বিতা চাকমাকে চাঁদপুরের হাইমচর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের এ এইচ ইরফান উদ্দিন আহমেদকে রাঙামাটির রাজস্থলী, লক্ষ্মীপুরের রায়পুরের অনজন দাশকে খাগড়াছড়ির পানছড়ি, রাঙামাটির কাউখালির ইউএনও সৈয়দা সাদিয়া নুরিয়াকে খাগড়াছড়ির মানিকছড়ি; খাগড়াছড়ির মানিকছড়ির ইউএনও রক্তিম চৌধুরীকে রাঙ্গামাটির কাউখালী; চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইউএনও আতাউল গনি ওসমানীকে বান্দরবানের আলীকদম ; চট্টগ্রাম গ্রামের পটিয়ার ইউএনও মোহাম্মদ আতিকুল মামুনকে বান্দরবানের বোয়াংছড়ি; চট্টগ্রামের কর্ণফুলীর ইউএনও মামুন রশিদকে খাগড়াছড়ির দীঘিনালা; খাগড়াছড়ির দীঘিনালার ইউএনও মোহাম্মদ আরাফাতুল আলমকে কুমিল্লার দাউদকান্দি; বান্দরবানের আলীকদমের ইউএনও জাবের মো. সোয়াইবকে কুমিল্লার চান্দিনা; বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ইউএনও রোমেন শর্মাকে আদর্শ সদর কুমিল্লা; কক্সবাজার সদরের ইউএনও মোহাম্মদ জাকারিয়াকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি; বান্দরবানের ইউএনও মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরীকে চট্টগ্রামের সন্দ্বীপ।

কক্সবাজার জেলা থেকে যারা বদলি হলেন ও আসলেন:
চাঁদপুরের হাইমচর চাই থোয়াইহলা চৌধুরীকে কক্সবাজারের পেকুয়ায় বদলি করা হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়ার ইউএনও দীপঙ্কর তঞ্চঙ্গ্যাকে চট্টগ্রামের কর্ণফুলী; চট্টগ্রামের সন্দ্বীপের ইউএনও সম্রাট খীসাকে কক্সবাজার সদর; চাঁদপুরের হাজীগঞ্জের ইউএনও মো রাশেদুল ইসলামকে কক্সবাজারের কুতুবদিয়া।

Exit mobile version