parbattanews

কক্সবাজার জেলায় করোনায় সুস্থতার হার ৮৯.২২ শতাংশ

ফাইল ছবি

সারাদেশে করোনায় মৃত্যু হলেও কক্সবাজার অনেকটা ভালো অবস্থানে আছে। আক্রান্ত হলেও মৃত্যুর খবর তেমন শোনা যায় না। সেদিক বিবেচনায় কক্সবাজারের পরিস্থিতি আশঙ্কাজনক নয়।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, ২৬ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৯২৫ জন। এর মধ্যে গত ২৫ জুন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ১২৩ জন। তারমধ্যে, ২০ জন রোহিঙ্গা শরণার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১.০৬ শতাংশ। সুস্থতার হার ৮৯.২২ শতাংশ।

২৫ জুন পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ১০ হাজার ৫৫৬ জন রোগী সুস্থ হয়েছেন।

এদিকে, ২৬ জুন কক্সবাজার জেলায় মোট ৯৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। তারমধ্যে, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৬০ জনের নমুনা টেস্ট করে ৮৬ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৩৭৪ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

এছাড়া, কক্সবাজার জেলা সদর হাসপাতাল একইদিন ৫৫ জনের র‍্যাপিড এন্টিজেন টেস্ট (Rapid Antigen Test-RAT) পদ্ধতিতে নমুনা টেস্ট করে ১১ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ শনাক্ত করা হয়। র‍্যাপিড এন্টিজেন টেস্টে বাকী ৪৪ জনের টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব এবং র‍্যাপিড এন্টিজেন টেস্ট পদ্ধতিতে করা টেস্টে করোনা শনাক্তের গড় পজিটিভিটি শতকরা ১৭’৬৭ ভাগ। যা এ যাবৎকালের সর্বোচ্চ গড় পজিটিভিটি।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া ৮৬ জন করোনা রোগীর মধ্যে ৬ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী নতুন শনাক্ত হওয়া ৮০ জনের মধ্যে ১ জন বান্দরবান জেলার এবং ১ জন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রোগী। অবশিষ্ট ৭৮ জন সকলেই কক্সবাজারের রোগী। তারমধ্যে, ২২ জন রোহিঙ্গা শরণার্থী। এছাড়া কক্সবাজার সদর উপজেলায় ২৯ জন, উখিয়া উপজেলায় ১১ জন, রামু উপজেলায় ৬ জন, টেকনাফ উপজেলায় ৬ জন, চকরিয়া উপজেলায় ২ জন এবং মহেশখালী উপজেলার ২ জন রোগী রয়েছে।

Exit mobile version