parbattanews

কক্সবাজার জেলায় স্বস্তির বৃষ্টি

Coxs Sky 03

কক্সবাজার প্রতিনিধি:
অবশেষে কক্সবাজারে স্বস্তির বৃষ্টিপাত হয়েছে। আজ সোমবার ভোর ৫ টা ১৭ মিনিটে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। পরে সাড়ে ৫টার দিকে বর্ষিত হয় এক পসলা বৃষ্টি। এতে দীর্ঘ দিন সর্বোচ্চ ডিগ্রির তাপমাত্রায় অস্বস্তিতে থাকা কক্সবাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে। তবে খুব বেশি সময় বৃষ্টির স্থায়িত্ব না হওয়ায় ফসলী জমি কিংবা সবজি ক্ষেতে পানি জমেনি।

উল্লেখ্য, বৈশাখের দীর্ঘ দিন পার হলে কক্সবাজারে বৃষ্টিপাত হয়নি। প্রচন্ড গরমে খাঁ খাঁ করছিল পুরো জেলা। মাঠ-ঘাট, খাল-বিল ও ফসলী জমি ফেটে চৌচির। অসহ্য গরমে যোগ হয়েছিল তীব্র লোডশেডিং। চরম এ অবস্থায় রোগ-ব্যাধি বেড়ে গিয়েছিল মানুষের। জেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় বৃষ্টিপাতের আশায় দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।

Exit mobile version