parbattanews

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন: সংরক্ষিত সদস্য আশরাফ জাহান কাজল ও সদস্য ফরিদুল আলম

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য (রামু, উখিয়া ও টেকনাফ) সংরক্ষিত সদস্য পদে উখিয়ার হলদিয়া পালং আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল (দোয়াত কলম) বিজয়ী হয়েছেন। এছাড়া রামু উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত ৪নং ওয়ার্ডে বিপুল ভোটে সদস্য পদে জয়লাভ করেছেন ফরিদুল আলম। তিনি রামুর সদর ফতেখাঁরকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। নির্বাচনে স্থানীয় এ দুই প্রার্থীর বিজয়ে রামুবাসীর মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

নির্বাচনে বিজয়ী ফরিদুল আলম (হাতি) পেয়েছেন ১০৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ (অটোরিক্সা) ২৬ ভোট, জেলা পরিষদের সাবেক সদস্য ও রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল (তালা) ১১ ভোট, মো. মনজুরুল মুর্শেদ কাদের (বৈদ্যুতিক পাখা) ২ ভোট, মো. আবদুল মজিদ (টিউবওয়েল) ১ ভোট পেয়েছেন।

এ ভোট কেন্দ্রে সংরক্ষিত সদস্য (রামু, উখিয়া ও টেকনাফ) উপজেলা নিয়ে গঠিত ১নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে তছলিমা আক্তার (ফুটবল) ৮১ ভোট এবং উখিয়ার হলদিয়া পালং আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল (দোয়াত কলম) ৬৩ ভোট পেয়েছেন। তবে টেকনাফ ও উখিয়া ভোট কেন্দ্রে এগিয়ে থাকায় সর্বোচ্চ ভোটে সংরক্ষিত সদস্য নির্বাচিত হয়েছেন আশরাফ জাহান কাজল (দোয়াত কলম)।

এছাড়াও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাক আহমেদ চৌধুরী (মোটর সাইকেল) ৭৯ ভোট, শাহীনুল হক মার্শাল (আনারস) ৬৩ ভোট এবং মঙ্গল পার্টি নেতা জগদিশ বড়ুয়া (প্রজাপতি) ৩ ভোট পেয়েছেন। জেলার ৯টি উপজেলার প্রাপ্ত ফলাফলে সর্বোচ্চ ভোটে জেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন- প্রয়াত আওয়ামীলীগ নেতা একেএম মোজাম্মেল হকের ছেলে শাহীনুল হক মার্শাল (আনারস)।

রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম জানিয়েছেন- সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রামু উপজেলা পরিষদ মিলনায়তন ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকালে ভোটগ্রহণ চলাকালে কক্সবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রামু উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এ কেন্দ্রে ভোটার সংখ্যা ১৪৫ জন। এরমধ্যে ১৪৫ জনই ভোটাধিকার প্রয়োগ করে। এ কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন- পেকুয়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহাঙ্গীর আরিফ। নির্বাচনে চলাকালে পুলিশ, র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ছিলো। এছাড়া ভোট কেন্দ্র, প্রতিটি বুথ সিসি ক্যামেরার আওতায় ছিলো।

এদিকে কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য (রামু, উখিয়া ও টেকনাফ) সংরক্ষিত সদস্য পদে উখিয়ার হলদিয়া পালং আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল এবং বিপুল ভোটে সদস্য পদে বিজয়ী ফরিদুল আলম ফলাফল ঘোষণার পরপরই কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলকে ফুলেল শুভেচ্ছা জানাতে রামুর ওসমান ভবনে ছুটে যান।

এসময় সংসদ সদস্য কমল বলেন, ভোটাররা তাদের যোগ্য প্রার্থীদের নির্বাচন করেছে। তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন জানান এবং দেশ ও জনকল্যাণে তাদের আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান।

Exit mobile version