parbattanews

কক্সবাজার পশুরহাটে কেনাবেচার ধুম

কক্সবাজার প্রতিনিধি:

৬ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। যারা কোরবানি দেবেন তাদের জন্য শনিবার আর রোববার খুব গুরুত্বপূর্ণ দিন।

বিশেষ করে যারা এখনো কোরবানির পশু ক্রয় করেনি। আবার অনেকে আগে থেকে নিজের পছন্দের কোরবানির পশুটি ক্রয় করে ফেললেও অধিকাংশই কেনেন ঈদুল আযহার দু’তিন আগে। দিন ঘনিয়ে আসায় গতকাল থেকে কক্সবাজারের কোরবানির পশুর হাটগুলোতে কেনাবেচার ধুম পড়েছে।

এত দিন শুধু বিক্রেতায় গমগম করলেও কাল থেকে ক্রেতায় ভরপুর হয়ে পড়েছে জেলার সব কোরবানির পশুর হাট। সরেজমিন পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমনটি জানা গেছে।

Exit mobile version