parbattanews

কক্সবাজার পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন নাগরিক কমিটির প্র্রার্থী সরওয়ার কামাল।বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

জামায়াত-বিএনপি নেতা-কর্মীদের আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় রুজু হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলাটিকে সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা মামলা বলে দাবি করে সরওয়ার কামাল বলেন, মামলায় যে ঘটনা, স্থান ও সময় উল্লেখ করা হয়েছে সেখানে তেমন কোন ঘটনাই ঘটেনি।

তারা মনে করেন, শুধুমাত্র আগামী পৌর নির্বাচনে ভোট ডাকাতি ও ষড়যন্ত্রমূলক নির্বাচন করার জন্য ‘নীলনকশা’র অংশ হিসেবে পুলিশ সম্পূর্ণ বানোয়াট এই মামলাটি রুজু করেছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলা হয়, এখনই সতর্ক নাহলে পরিস্থিতির যে কোন অপ্রীতিকর পরিস্থিতির দায় তাদেরই নিতে হবে।

সংবাদ সম্মেলনে ‘নারিকেল গাছ’ প্রতীকের মেয়র প্রার্থী সরওয়ার কামাল কক্সবাজার পৌর নির্বাচনে দিনে দিনে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে দাবি করে বলেন, এই নির্বাচনে অবশ্যই সেনাবাহিনী মোতায়েন ও প্রতিটি ভোট কেন্দ্র সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে আনতে হবে।

Exit mobile version