parbattanews

কক্সবাজার পৌর মেয়র মুজিবসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, শহরজুড়ে বিক্ষোভ

কক্সবাজারের সাবেক ছাত্র লীগ নেতা মুনাফ সিকদার (৩২) গুলিবিদ্ধের ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আহতের ভাই মো. শাহজাহান বাদী হয়ে রোববার (৩১ অক্টোবর) বিকেলে সদর থানায় মামলাটি করেন।

মুনাফ সিকদার শহরের পেশকারপাড়া এলাকার শাহাব উদ্দিন সিকদারের ছেলে। তিনি বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুনাফ সিকদারকে গুলি করার ঘটনায় কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে তিনি আসামি বা বাদীর নাম প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেন।

এদিকে, মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলার খবরে কক্সবাজার শহরের প্রধান সড়কে অবরোধ করেছে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে তারা। সন্ধ্যা ৬টা থেকে হোটেল মোটেল জোনে যান চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারসহ দুইজনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মুনাফ সিকদার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং শহর যুবলীগের সভাপতি প্রার্থী।

Exit mobile version