কক্সবাজার বিজিবি‘র ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

fec-image

মানবতার কল্যানে দুস্ত আর অসহায় মানুষের সেবাদানের উদ্দেশ্যে কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি) এর সমপূর্ণ ব্যবস্থাপনায় দূর্গম সীমান্ত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়।

রোবাবর (২৩ ফেব্রুয়ারি)সকাল ৯ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ক্যাম্প করেন।

মেডিকেল অফিসার বিএসএস-১০২১৫৬ ক্যাপ্টেন মোঃ তাজমিলুর ইসলাম, এএমসি এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি মেডিকেল দল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ০৩ নং ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী ও তুলাতলী নামক স্থানে সীমান্তবর্তী এলাকার গরীব ও দুঃস্থ জনসাধারণের চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, উক্ত মেডিকেল ক্যাম্পেইনে পুরুষ-১৬১ জন, মহিলা-২৫৯ জন এবং শিশু-৮৬ জন মোট ৫০৬ জন গরীব ও দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়বেটিকস পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়।

এছাড়াও উক্ত ক্যাম্পেইনে অসুস্থ রোগীদেরকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিজিবি, মেডিকেল, সীমান্ত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন