parbattanews

কক্সবাজার-মহেশখালী ঘাট পারাপারে যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

কক্সবাজার-মহেশখালী ঘাট পারাপারে যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (৩০ নভেম্বর) দুপুরে শহরের ৬নং ঘাট এলাকায় অনুষ্ঠান করেছে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

তিনি জীবনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে ঘাট পারাপারে লাইফ জ্যাকেট ব্যবহারের জন্য সবার দৃষ্টি আকর্ষণ করেন।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান বিশেষ অতিথি ছিলেন।

এছাড়া স্পীডবোট ও ট্রলার মালিক, চালকসহ ঘাট পরিচালনা সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাঁকখালী ৬ নং লঞ্চঘাট, উত্তর নুনিয়াছরা এলাকার দোকানদার ও স্থানীয় বাসিন্দারা করোনার স্বাস্থ্যবিধি মানছে কিনা সরেজমিন ঘুরে দেখেন। যারা মাস্ক ব্যবহার করছে না তাদের স্বাস্থ্য সচেতন হওয়ার নির্দেশ দেন। এ সময় সার্বিক সহযোগিতা করেন ৬ নং ঘাট পরিচালক শফিউল্লাহ শেখর।

Exit mobile version