parbattanews

কক্সবাজার মেডিকেল কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ- আহত ৪

Untitled-1

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার মেডিকেল কলেজের অষ্টম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপালে ভর্তি করা হয়েছ। এ ঘটনাকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তার জন্য মেডিকেল কলেজে পুলিশ অবস্থান করছে।

সোমবার বিকাল ৩টার দিকে নবীন বরণ অনুষ্ঠান শেষে হোস্টেলের ফর্ম বিতরণকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হয় দ্বিতীয় বর্ষের ছাত্র সুদীপ্ত ঘোষ, ৩য় বর্ষের মোস্তাফা ইমন, মোহাম্মদ হোসাইন ও তানিম।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বকতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মেডিকেল কলেজে অষ্টম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান শেষে অস্থায়ী হোস্টেলের ফর্ম বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লাগে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এতে ৪-৫ জন মেডিকেল ছাত্র আহত হয়। তবে আহততের অবস্থা এত বেশি গুরুতর নয়। এই মুহূর্তে মেডিকেল কলেজের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version