parbattanews

কক্সবাজার ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কক্সবাজার ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নিউ সার্কিট হাউজ রোডস্থ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল।

তিনি বলেন, উন্নত দেশের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও শিক্ষা-দীক্ষায় এগিয়ে যেতে হবে। পরীক্ষায় পাশের পাশাপাশি নৈতিক মানুষ গড়ার বিকল্প নাই।

মানসিকতার বিকাশে শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে শিক্ষক ও অভিভাবকদের আহবান জানান জেলা পরিষদের চেয়ারম্যান।

প্রধান শিক্ষক এ.এম আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকলে সব কাজে সফলতা আসে। সঠিক লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষক ও শিক্ষার্থী দরকার।

তিনি আরো বলেন, কক্সবাজারকে একটি মডেল জেলায় রূপান্তরের চেষ্টা থাকবে আমার। এ জন্য জেলার সব স্কুলে যাওয়ার চেষ্টা করব।

শিক্ষার উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন শাহীনুল হক মার্শাল।

পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যায় স্কুলের সাংস্কৃতিক দলের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান “প্রজাপতির ডানা” সবার দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলাম কাজল, সহসভাপতি ও কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কামরুল হাসান, সহসভাপতি ও কক্সবাজার মহিলা কলেজের অধ্যক্ষ মো. সোলাইমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, ফাইনান্স সেক্রেটারি তোফায়েল আহমেদ চৌধুরী, একাডেমিক সেক্রেটারি মো. আমানত উল্লাহ, পরিচালক আলহাজ্ব জয়নাব বেগম, ইব্রাহীম ভুঁইয়া, মো. শামসুদ্দিন শামীম, নুরুল ইসলাম বাবুল, মো. মোখলেসুর রহমান বাবলু, ইসমত আরা খাতুন, প্রফেসর সলিমুর রহমান, অধ্যাপক আবুল মনসুর, খাদেমুল ইসলাম আরজু, মো. শওকত ইসলাম, রোজিনা খানম শেলী, অর্পিতা চৌধুরী, কল্লোল পাল, হারুনুর রশীদ কাজলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়। তিনদিন ব্যাপী এই আয়োজনে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল অঙ্গণ প্রাণবন্ত ছিল। স্কুলের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতায় বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এজন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক এ.এম আনোয়ারুল হক।

Exit mobile version