parbattanews

কক্সবাজার শহরের বিপনি বিতানগুলো জমে উঠেনি এখনো

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:

কক্সবাজার শহরের বিপনী-বিতান গুলোতে এখনও ক্রেতা সমাগম ঘটেনি। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিপনী-বিতানের মালিকরা প্রতি বছরের ন্যায় এই বছরও বিভিন্ন ধরনের নতুন পোশাক মজুদ করেছেন। এছাড়া ক্রেতা সৃষ্টি আকর্ষণের জন্য নানা সাজে সাজিয়েছেন বিপনী-বিতানগুলো। যাদের জন্য এত আয়োজন সেই ক্রেতা-সমাগম এখনও ঘটেনি মার্কেটে।

শহরের সুপার মার্কেট, ফিরোজা শপিং কমপ্লেক্স, এ.ছালাম মার্কেট, রেজা কমপ্লেক্স, আপন টাওয়ার, হাজি শপিং কমপ্লেক্স, শর্মা কমপ্লেক্স,রশীদ কমপ্লেক্স, আলমাছ শপিং কমপ্লেক্স, ফজল মার্কেট, নিউ মার্কেট, সী কুইন মার্কেট, কবির মার্কেট, পৌর হকার মার্কেট, গুলজার শপিং কমপ্লেক্স ও শহরের অভিজাত বিপনী-বিতান কোরাল রীফ, ইডেন সিটি ও নিউ মাকের্টসহ কিছু মাকের্টে ঘুরে দেখা যায়, দোকানীরা পোশাক সাজাতে ব্যস্ত। গুটি কয়েক ক্রেতা এসে পছন্দের পোশাক দেখছে যদি দর-দামে হলে কিনে নিয়ে যাচ্ছে।

ক্রেতাদের অভিযোগ বাজেটে পোষাক শিল্পতে মূল্য কমলেও এখনো দেখা যাচ্ছে গত বছরের তুলনায় দাম বেশি।

Exit mobile version