parbattanews

কক্সবাজার সদর থানায় ভূয়া মেজর আটক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

সরাসরি ওসির কক্ষে গিয়ে খুব দৃঢ়চিত্তে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে ধরাখেল এক যুবক।  সন্দেহজনক হওয়ায় যুবককে চ্যালেঞ্জ করেন ওসি। চ্যালেঞ্জেই কাবু হলো ওই যুবক। ভুয়া মেজর স্বীকার করায়  আটক করা হয় তাকে।

শনিবার (১৮ আগস্ট) সকাল ১০টায় কক্সবাজার সদর থানার ওসির কক্ষে। ওই যুবক রামু উপজেলার রাজারকুলের চাকঢালা এলাকার মৃত মেহের আলী পুত্র মো. জয়নাল আবেদীন (৩০) বলে জানাগেছে।

ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, হঠাৎ কক্ষে যুবক মো. জয়নাল আবেদীন নিজেকে রামু ক্যান্টনমেন্টের একজন মেজর পরিচয় দিয়ে আলাপ শুরু করে। ভুয়া বলে সন্দেহ হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হয়। তাই নানা প্রশ্ন করা হয় তাকে। কিন্তু কোনো প্রশ্নের উত্তর সে যথাযথ দিতে পারেনি। শেষে নিজেই স্বীকার করে সে মেজর হিসেবে ভুয়া পরিচয় দিয়েছে।

ওসি ফরিদ উদ্দিন খন্দরকার বলেন, ‘ভুয়া প্রমাণিত হওয়ায় প্রতারণার দায়ে যুবক জয়নাল আবেদীনকে আটক করা হয়। প্রতারনার দায়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আগামীকাল রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

Exit mobile version