parbattanews

কক্সবাজার সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন শুরু

কক্সবাজার সদর হাসপাতালে স্থাপিত হচ্ছে লিকুইড সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট। যেখান থেকে হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হবে। দেশের কোন জেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন এটিই প্রথম বলে জানা গেছে।

হাসপাতালের উত্তর গেইটে সোমবার (২২ জুন) সকালে প্ল্যান্ট স্থাপনের চূড়ান্ত কাজ শুরু হয়েছে।

আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনিসেফ ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে দেশের কোন জেলা সদর হাসপাতালে এটি হচ্ছে প্রথম সেন্ট্রাল অক্সিজেন স্থাপন প্রকল্প বলে জানা গেছে ।

২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতালে প্রথম এই ব্যবস্থা চালু হচ্ছে। আর এতে ব্যয় হবে প্রায় ৫৫ লাখ টাকা।

কবে নাগাদ কাজটি শেষ হবে তা নিশ্চিত করে বলা না গেলেও জুনের মধ্যে এর কাজ শেষ হতে পারে বলে সংশ্লিষ্টরা আশা করছে।

দাতা সংস্থার পক্ষে কাজের তদারক করছেন কক্সবাজার সির্ভিল অফিসের স্বাস্থ্য সমন্বয়ক ডা. জামশেদুল হক।

তিনি জানান, অনেক প্রয়োজনীয় সরঞ্জাম আমদানি করতে হবে। তাই স্থাপনের কাজটি কখন শেষ হবে তা সঠিক বলা যাচ্ছে না।

তবে, যত দ্রুত সম্ভব তারা কাজটি সম্পন্ন করে হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়ার চেষ্টা করবে তারা।

ডা. জামশেদ জানান, এখান থেকেই হাসপাতালে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা হবে।

Exit mobile version