parbattanews

কক্সবাজার সদর হাসপাতালে দান করা হলো শিক্ষক সাধন পালের মরদেহ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হলো অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাধন পালের দেহ। তাঁর ইচ্ছা পূরণ করতে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে দেহ দান করলেন তার স্ত্রী ও সন্তানেরা।

সাধন পাল (৮০) গত ২৮ আগস্ট (মঙ্গলবার) রাত ৩ টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন।  কক্সবাজারের রামু উপজেলাধীন ঈদগড় হাসনাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তিনি। আর ৩০ আগস্ট তার দেহ দান করা হয় কক্সবাজার সদর হাসপাতালে।

এসময় কক্সবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক, চিকিৎসক, নার্স ও স্টাফরা উপস্থিত ছিলেন।

সদর হাসপাতালে তত্বাবধায়ক ডা. পু চ নু বলেন,  কোন মেডিকেল কলেজে মানবদেহের অংশবিশেষ খুব প্রয়োজন। পাঠদানের প্রয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের অনস্বীকার্য এটি। সাধন পালের দানকৃত দেহটির কল্যাণে ভালো চিকিৎসক তৈরি হবে আর এসব চিকিৎকদের কাছ থেকে ভালো চিকিৎসা পাবেন রোগিরা। চিকিৎসকদের অবদানের অংশে দেহদানকারী সাধন পালদের নামও থাকবে আজীবন।

Exit mobile version