parbattanews

কক্সবাজার সদর হাসপাতালে হচ্ছে ১০ শয্যার আইসিইউ ইউনিট

করোনা সংকট মোকাবেলায় কক্সবাজার সদর হাসপাতালে স্থাপন করা হচ্ছে ১০ শয্যার আইসিইউ ইউনিট।

ইউএনএইচসিআরের সহযোগিতায় আইসিইউ ইউনিট স্থাপন করা হচ্ছে বলে জানান, কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহীউদ্দীন আলমগীর।

আগামী ১৫-২০ দিনের মধ্যে ১০ টি ভেন্টিলেটরসহ আইসিইউ ইউনিট স্থাপনের কাজ সম্ভব হবে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, একশত পঞ্চাশ শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে কাজ করার জন্য ইতোমধ্যেই মেডিকেল অফিসার সহ ২১টি পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে।

ডাক্তার মহিউদ্দিন আলমগীর বলেন, এতে করে কক্সবাজারে করোনা আক্রান্ত রোগীদের সু-চিকিৎসা দেয়া সম্ভব হবে। তিনি কক্সবাজারবাসীকে কোন ধরনের আতঙ্কিত না হয়ে সরকারের নেয়া উদ্যোগগুলোর সাথে সহযোগিতা করার আহ্বান জানান।

Exit mobile version