parbattanews

কক্সবাজার সদর হাসপাতালে করোনা উপসর্গে রোগীর মৃত্যু

কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গের এক রোগীর মৃত্যু হয়েছে। রামু উপজেলার গর্জনিয়া এলাকার ৫০ বছর বয়সের ওই রোগী ভর্তি হওয়ার আধাঘন্টার মধ্যে মারা গেছেন বলে জানা গেছে ।

এতে করে সন্দেহ করা হচ্ছে ওই রোগী করোনা আক্রান্ত কিনা। জানাগেছে, রোগীটি মুমূর্ষু অবস্থায় শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

রোগীটি করোনা ভাইরাস জীবাণু আক্রান্ত কিনা, তা নিশ্চিত হতে তার দেহের স্যাম্পল সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে টেস্টের জন্য পাঠানো হয়েছে।

বিষয়টি সদর হাসপাতালের তত্বাবধায়ক ও উপ পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন নিশ্চিত করেছেন।

তবে মারা যাওয়া রোগীর আগে থেকেই এ্যাজমা ও ডায়াবেটিস ছিলো বলে তিনি জানান।

Exit mobile version