কক্সবাজার সমিতি, ঢাকার নবগঠিত নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

fec-image

কক্সবাজার সমিতি, ঢাকার নবগঠিত নির্বাহী পরিষদের (২০২২-২০২৩) শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী পরিষদকে শপথ বাক্য পাঠ করান বাংলা একাডেমির মহাপরিচালক, জাতিস্বত্বার কবি, কক্সবাজার সমিতির আজীবন সদস্য মুহম্মদ নূরুল হুদা।

গতকাল সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বিয়াম মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত শপথ অনুষ্ঠানে কক্সবাজার সমিতির সভাপতি হিসেবে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নির্বাহী পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম শপথ নেন।

নির্বাহী পরিষদের অন্যান্যের মধ্যে শপথ নেন সহ সভাপতি ইয়াছিন মো. শামসুল হুদা, সহ সভাপতি মোমিনুর রশিদ আমিন, সহ সভাপতি জাহানগীর হাসান, সহ সভাপতি ড. মোহাম্মদ মোস্তফা কামাল, সহ সভাপতি সন্তোষ শর্মা , সহ সভাপতি প্রকৌশলী স্বপন কান্তি পাল, সহ সভাপতি অধ্যাপক ডাঃ ইব্রাহিম খলিল , সহ সভাপতি শফিউল আজিম, সহ সভাপতি ব্যারিস্টার মিজান সাইদ , সহ সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, সহ সভাপতি মোহাম্মদ নুরুল আলম, সহ সভাপতি ফিরোজ বকত তোহা, সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ মোস্তাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আনিস উল মাওয়া আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি আসিফ এম আহসানুল হ্ক, অর্থ সম্পাদক আহম্মদ রশিদ , সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলম , প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক একরামুল হুদা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তৌফিক উল্লাহ রফিক (শাকিল), সাংস্কৃতিক সম্পাদক মফিজুর রহমান , দপ্তর সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ এ এইচ এম মোস্তফা কামাল, সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শাফিয়াতুস সালেহিন , আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ এরফান উল্লাহ, সহ-অর্থ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আখলাকুর রহমান গালিব, সহ সাংগঠনিক সম্পাদক (চকরিয়া) এন এম আবদুল্লাহ আল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক (পেকুয়া) মোস্তফা করিম মো. হেদায়েত আজিজ মিঠু , সহ সাংগঠনিক সম্পাদক (মহেশখালী) এডভোকেট মোহাম্মদ জসিম উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক (সদর) মোরশেদ আলম খোকন , সহ সাংগঠনিক সম্পাদক (রামু): সাজেদুল আলম মুরাদ, সহ সাংগঠনিক সম্পাদক (ইদগাও) ব্যারিষ্টার নুরুল আজিম, সহ সাংগঠনিক সম্পাদক (উখিয়া) তোফাজ্জল হোসেন সেন্টু , সহ সাংগঠনিক সম্পাদক (টেকনাফ): মোহাম্মদ সাইফুল্লাহ , সহ দপ্তর সম্পাদক: ফাহিম বিন নজিব , সহ-আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট সৈয়দ ইরফান, নির্বাহী সদস্য(১) মোহাম্মদ আবুল কাসেম, নির্বাহী সদস্য আ ম ম ফজলুর রশিদ, নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহুল আনওয়ার, নির্বাহী সদস্য রাবেয়া হক, নির্বাহী সদস্য মোঃ শহীদুল ইসলাম , নির্বাহী সদস্য: শাহাদাত তাহের শাদু, নির্বাহী সদস্য মোহাম্মদ শাব্বির, নির্বাহী সদস্য ড. জগন্নাথ বড়ুয়া, নির্বাহী সদস্য আসিফ মোহাম্মদ তাহরিম, নির্বাহী সদস্য ইশতিয়াক মো. তাসবীর।

সমিতির সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ মোস্তাকিমের কোরআন হতে তেলাওয়াতের পর শপথ অনুষ্ঠানে নির্বাহী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতিবৃন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদকবৃন্দ, সম্পাদক ও সহ-সম্পাদকবৃন্দ ও সদস্যবৃন্দ নিজেদের পরিচয় তুলে ধরেন। শপথ অনুষ্ঠান উপস্থাপনা করেন সমিতির প্রচার প্রকাশনা সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম।

শপথ পাঠ করানোর পর সংক্ষিপ্ত বক্তব্যে জাতিস্বত্বার কবি মুহম্মদ নূরুল হুদা ঢাকাতে কক্সবাজার সমিতির স্থায়ী আবাসন গড়ে তুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি সমিতিকে দুই লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

শপথ অনুষ্ঠানের পর নির্বাহী কমিটির সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হেলালুদ্দিন আহমেদ। নির্বাহী কমিটির সভায় মূল মঞ্চে উপস্থিত ছিলেন সহ সভাপতি ইয়াছিন মো: শামসুল হুদা, মোমিনুর রশিদ আমিন , জাহানগীর হাসান, সন্তোষ শর্মা ,ব্যারিস্টার মিজান সাইদ, ড. মোহাম্মদ মোস্তফা কামাল।

সভাপতির বক্তব্যে হেলালুদ্দিন আহমেদ শীঘ্রই কক্সবাজার সমিতির জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ নিয়ে ঢাকাস্থ কক্সবাজারবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। নির্বাহী পরিষদের প্রথম সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম। পরে কক্সবাজার সমিতির নির্বাহী পরিষদ (২০২২-২০২৩) নৈশভোজে মিলিত হন। উল্লেখ্য, ঢাকাস্থ কক্সবাজারবাসীদের সংগঠন কক্সবাজার সমিতি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন