parbattanews

কক্সবাজার সমুদ্র সৈকতে বারুনী স্নান

DSCN0126

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পার্বন মহাবারুনী স্নানে ঢল নেমেছে লাখো ভক্তবৃন্দের। মঙ্গলবার সকাল থেকে সমুদ্র সৈকতে ভক্তদের পদভারে মুখরিত হয়ে উঠে। গীতাপাঠ, পিণ্ডদান, গুরুপূজা, পূর্ণস্নানসহ ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান ছিলো দিনব্যাপী।

এছাড়া ছিলো বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। মেলার আয়োজন করতে দেখা যায়। মধুকৃষ্ণ পক্ষের ত্রয়োদশ তিথিতে পাপ মোচন, মৃত পূর্ব পুরুষদের আত্মার সদগতি ও বিশ্ব কল্যাণ কামনায় অনুষ্ঠিত বারুনী স্নানে জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক পূর্ণার্থী অংশ গ্রহণ করেছে বলে জানান, জেলা পূর্জা উৎযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক দীপক শর্মা দীপু।

এই ধর্মীয় অনুষ্ঠান পালনে নিরাপত্তা রক্ষার্থে সক্রিয় ছিল সদর থানা পুলিশ ও টুরিস্ট পুলিশ।
কক্সবাজার টুরিস্ট পুলিশ এসপি রায়হান কাজেমী জানান, মোবাইল টিমসহ ৪টি টিম দায়িত্ব পালন করছে এই ধর্মীয় অনুষ্ঠানের নিরাপত্তা রক্ষার্থে।

Exit mobile version