parbattanews

কক্সবাজার সাগর পাড়ের ঝুপড়ি দোকান উচ্ছেদ

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ঝুপড়ি দোকান উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

রবিবার (৩১ জুলাই) দুপুরে লাবণী পয়েন্টে অভিযানে প্রায় একশ দোকান উচ্ছেদ করা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ানের নেতৃত্বে অভিযানে পর্যটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পুলিশ, আনসার, টুরিস্ট পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

স্থানীয়রা জানিয়েছে, সৈকতজুড়ে হাজারের বেশি ঝুপড়ি দোকানপাট রয়েছে। একটি চিহ্নিত সিন্ডিকেট এসব নিয়ন্ত্রণ করে। সেখানে বিচ কর্মীরাও রয়েছে। সাপ্তাহিক, মাসিক হারে চাঁদা যায় তাদের পকেটে। চায়ের দোকানগুলোকে দৈনিক চাঁদা দিতে হয়। সুগন্ধা পয়েন্টের রাস্তার দুইপাশে আবারো বসেছে অবৈধ দোকানপাট। চিহ্নিত চাঁদাবাজ সিন্ডিকেটের কারণে সৌন্দর্য হারাচ্ছে সমুদ্র নগরী। ঝুপড়িমুক্ত হচ্ছে না সাগর পাড়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান জানান, ঝুপড়ি দোকানসমূহ সাগরপাড়ের সৌন্দর্য নষ্ট করছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে প্রাথমিকভাবে অভিযান শুরু হয়েছে। সব স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

Exit mobile version