parbattanews

কক্সবাজার-সেন্টমার্টিন নৌ রুটে যাত্রীবাহী জাহাজ চলাচলের উদ্যোগ

pic-0209 (1) copy

কক্সবাজার প্রতিনিধি:

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে কক্সবাজার থেকে সরাসরি সেন্টমার্টিনে আধুনিক নৌজাহাজ পরিচালনার উদ্যোগ নেয়া হচ্ছে। এতে সাড়ে ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছা সম্ভব হবে।

কক্সবাজারের বাঁকখালী নদী খনন, বিআইডব্লিউটিএ পরিদর্শন বাংলো এবং লাইট হাউজের আধুনিকায়নের কাজ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বৃহস্পতিবার শহরের বাকখালী নদীর কস্তুরা ঘাট নদী খনন উদ্বোধন শেষে মন্ত্রী আরও বলেন, এ প্রথম কোন সরকারের উদ্যোগে নদী খনন শুরু হয়েছে। বাঁকখালী নদী খননের কারণে মহেশখালী, চকরিয়া ও কুতুবদিয়ার মানুষ যাতায়াতের ক্ষেত্রে সুবিধা পাবেন।

মন্ত্রী বৃহস্পতিবার বেলা ১২টায় কক্সবাজার শহরের কস্তুরার ঘাট এলাকায় বিআইডব্লিউটিএ পরিদর্শন বাংলোর উদ্বোধন করেন। দুপুর ১টায় বাঁকখালী নদীর খনন কাজের উদ্বোধন করেন। বেলা ২টায় কক্সবাজার লাইট হাউজের আধুনিকায়নের কাজের উদ্বোধন করেন। বিকালে কক্সবাজারে একটি সমাবেশে যোগ দেবেন তিনি। এর পরের দিন মন্ত্রী উখিয়া, টেকনাফে নানা কর্মসূচিতে অংশ নেবেন।

Exit mobile version