parbattanews

কক্সবাজার-১ আসন: পেকুয়ায় বিরোধী দলের ভোট বর্জন, ভোটারহীন কেন্দ্রগুলো

বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল ও ভোট বর্জনের মধ্য দিয়ে চলছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এদিকে কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম সূত্রে জানা গেছে, দুপুর পর্যন্ত পেকুয়া উপজেলায় মোট ভোট কাষ্ট ১৬ দশমিক ৫৬ভাগ। এখানে মোট ভোটার রয়েছে ১ লাখ ৩২ হাজার ৮৬৪ জন।

পেকুয়া উপজেলার ৪৪টি ভোটকেন্দ্রে তেমন কোন ভোটার উপস্থিতি নেই। হরতালের সমর্থনে প্রতিটি ইউনিয়নে বিএনপি-জামায়াত রাস্তায় ব্যারিকেড দিয়েছে।

পেকুয়া উপজেলার চৌমুহনী থেকে সাবেক গুলদি, পেকুয়া বাজার, মগনামা, রাজাখালী, টইটং, নাপিত খালী রাস্তায় গাছ ফেলে টায়ার জ্বালিয়ে নির্বাচন বিরোধী হরতাল পালন করেছেন এবং সাংবাদিকের গাড়ি ভাঙচুর করেছে। তবে সিনিয়র নেতাকর্মীদের তেমন চোখে পড়েনি।

সকালে কয়েকটি জায়গায় মিছিল বের করেছেন নির্বাচন বিরোধী। সর্বত্রে ভোট বর্জনের দাবিতে স্বোচ্চার তারা।

এদিকে ভোটকেন্দ্রে স্ব স্ব দায়িত্বরত প্রিজাইডিং অফিসার এবং আনসারদের মধ্যে হতাশা গ্রস্ত দেখা গেছে। আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে গত রাতে ইট পাটকেল ছুড়েছে দুর্বৃত্তরা।

Exit mobile version