parbattanews

কক্সবাজার-১ আসন: ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ

আগামীকাল অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। কক্সবাজার-১ আসনে (চকরিয়া-পেকুয়া) প্রতিটি ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে পেকুয়া উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ব্যালট বাক্স, কলম, কালিসহ সব ধরনের সরঞ্জাম পাঠানো হয়েছে। তবে ব্যালট পেপার যাবে ভোটের দিন (রবিবার) সকালে। স্ব স্ব কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তরা এসব মালামাল বুঝে নেন।

চকরিয়া, পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক থানা ও চকরিয়া পৌরসভা নিয়ে কক্সবাজার-১ আসন। মোট ২৫টি ইউনিয়নের ৪ লাখ ৮৪ হাজার ৩৮৩ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপজেলায় মোট ৪৪টি ভোটকেন্দ্র রয়েছে। তবে স্থানীয়দের ভাষ্যমতে ৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন এমনটি জানিয়েছেন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি জোরদার করা হয়েছে।

Exit mobile version