কচ্ছপিয়াতে অপহরণের অভিযোগ: উদ্ধারে তৎপর পুলিশ

fec-image

রামুর কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলীতে মনির আহমদ (৪৬) নামের এক লোক অপহরণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

১৪ জুলাই (মঙ্গলবার) ভোর সকালে এ ঘটনা ঘটে তুলাতলীর ইচারছড়া নামক এলাকায়।

মনির আহমনের শশুর ফজলূল করিম দাবি করেন তার জামাইকে অপহরণ করা হয়েছে পূর্ব শত্রুতার জের ধরে। এর কয়েক মাস আগে আরও একবার তার জামাইকে অপহরণ করে হত্যার চেষ্টা করা হয়েছিলো।

মনির আহমদের পাবিবারিক সূত্র জানান, মনির আহমদ প্রতিদিনের ন্যায় সকালে পার্শবর্তী মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়েছিল। দুপুর ও বিকাল পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তারা রামু থানায় একটি জিডি করেন। এরই প্রেক্ষিতে রামু থানার অফিসার ইনর্চাজ আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শণ করেন।

অফিসার ইনর্চাজ বলেন, এখনও কিছু বোঝা যাচ্ছেনা। কেননা ঘটনাস্থল পাহাড়ি এলাকা। ঘটনা সত্য নাকি নাটক পরে দেখা যাবে, আগে লোকটির খোঁজ নিতে হবে। পুলিশ লোকজন অভিযান চালাচ্ছে। তিনি এ বিষয়ের সকলের সহযোগিতা চান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অপহরণের, অভিযোগ, কচ্ছপিয়াতে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন