parbattanews

কচ্ছপিয়ায় গ্রাম আদালতের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

রামুর কচ্ছপিয়া ইউনিয়ন এলাকায় গ্রাম আদালতের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ। এ আদালতে সরকার প্রদত্ত যাবতীয় সুযোগ-সুবিধা পেতে নামমাত্র টাকা খরচ হয়। প্রতিটি মামলার পক্ষদ্বয়কে সম্ভব সহাবস্থানে বসবাসের পরিবেশ করতে এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. ইসমাঈল নোমান চেষ্টা করছেন প্রতিনিয়ত। এ কারণে এখানকার গ্রাম আদালতের প্রতি মানুষ আগ্রহী হচ্ছে দিনের পর দিন।

শনিবার (২৫ নভেম্বর) সকালে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড র্সাভিসেস ট্রাস্ট (ব্রাষ্ট) এর সহযোগিতায় গ্রাম আদালত সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি মূলক র‌্যালিত্তোর আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন।

বক্তারা আরো বলেন, গ্রাম আদালতে নিজের কথা নিজে বলা যায় আইনজীবীর  মাধ্যমে বলতে হয় না। দ্রুত সময়ে বিরোধ নিষ্পত্তি হয়। খরচ কম বা নাই বললেই চলে।উভয় পক্ষই বিচারক প্যানেল নিজেদের পছন্দমত প্রতিনিধি নিয়োগ দিতে পারে। সুতারাং গ্রাম আদালত এখন গ্রামের মানুষের প্রশান্তির শেষ ঠিকানা। এ আদালতের মাধ্যমে মানুষ নাগরিক সুবিধা পাচ্ছে সহজে।

প্রকল্পের রামু উপজেলার সমন্বয়কারী টিটু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায়  অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার, প্রবীন মেম্বার নুরুল আলম সিকদার, শিক্ষানুরাগী ও সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, ইউনিয়ন পরিষদের মেম্বার মো. ইউনুছ, শুকমুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিদ্দিকুল আজাদ রাশেদ, পরিষদ মেম্বার জামাল আহমদ, মহিলা মেম্বার সাবেকুন্নাহার প্রমুখ।

সকালে র‌্যালি শুরু হয় শুকমুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। আর শেষ হয় কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদে। র‌্যালিতে অংশ নেয়  পরিষদবর্গ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শুকমুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও কচ্ছপিয়া কে.জি স্কুলের  ছাত্র-ছাত্রী।

Exit mobile version