parbattanews

কঠোর নিরাপত্তায় বান্দরবানে পালিত হচ্ছে বড়দিন

নানা আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিন উপলক্ষে সকাল থেকে খ্রিস্টান ধর্মালম্বীরা মেতে ওঠেছে নানা উৎসবে।

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন শুরু হয়।

বড় দিনকে ঘিরে রবিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে জেলা সদরে ব্যাপটিস্চ গীর্জা ও ফাতেমা রাণী ক্যাথলিক গীর্জায় আয়োজন করা হয় সমবেত প্রার্থনা।

সকাল থেকেই খ্রিস্টান ধর্মালম্বী শিশু, নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের অনাগত সুখের জন্য বিশেষ প্রার্থনা করেন, প্রার্থনায় আত্মশুদ্বির মধ্য দিয়ে নতুন বছরের সুখ-শান্তির প্রত্যাশা করেন সকলে। এসময় খ্রিস্ট ভক্তরা যীশুর পথ নির্দেশনা অনুযায়ী সকলকে একসাথে সুন্দরভাবে পৃথিবীতে বসবাসের আহবান জানান।

এদিকে খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিন উপলক্ষে জেলার প্রতিটি গীর্জায় নেওয়া হয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Exit mobile version