parbattanews

কড়া পিকেটিংয়ের মধ্য দিয়ে দীঘিনালার হরতাল চলছে

মো. আল আমিন, দীঘিনালা:

বহুল বিতর্কিত পার্বত্য ভৃমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী বিল জাতীয়
সংসদে উত্থাপনের প্রতিবাদে পার্বত্য নাগরিক পরিষদ ও বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকা টানা ৭২
ঘন্টার হরতাল চলছে তিন পার্বত্য জেলায় এর অংশ হিসাবে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় কড়া কড়ি ভাবে হরতাল পালন চলছে।

সকাল থেকে হরতাল সমর্থকদের উপজেলার বিভিন্ন স্থানে পিকেটিং করতে দেখা যায়।
উপজেলার লারমা স্কয়ার সংলগ্ন এলাকায় মাইনী ব্রীজ ও মেরুং বাজার এলাকায় হরতাল
সমর্থকরা অবস্থান নেয়, তবে কোন ধরনের যানবাহন ও চলাচল করতে দেখা যায়নি ও অপ্রীতিকর পরিস্থিতি ঘটেনি।

এদিকে আইন শৃংখলা রক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন
করা হয়েছে এভাবেই দীঘিনালার হরতাল শুরু হয়।

Exit mobile version