parbattanews

কফি আনান কমিশন রিপোর্টের বাস্তবায়ন চান কূটনীতিকরা

পার্বত্যনিউজ ডেস্ক:

মিয়ানমারের রোহিঙ্গাদের নাগরিকত্ব ও চলাফেরার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করা কফি আনান কমিশনের রিপোর্টের পূর্ণ বাস্তবায়ন দেখতে চান কূটনীতিকরা।

তারা বলেছেন, এই প্রতিবেদন বাস্তবায়িত হলে দূর হবে রোহিঙ্গা সমস্যা; নিজ দেশে নিরাপদে থাকতে পারবেন রোহিঙ্গারা।

রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পশ্চিমা দেশগুলোর কূটনীতিকের ব্রিফিং করা শুরু হয়। এতে ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়েল রেইফম্যান এমন বক্তব্য তুলে ধরেন।

বাংলাদেশের হয়ে এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সন্ধ্যা ৬টার দিকে আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে পরবর্তী ব্রিফ হওয়ার কথা রয়েছে। এরপর সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফ করা হবে।

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব মো. শহীদুল হক।

অন্যদিকে এখন পর্যন্ত প্রায় তিন হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী এমন মত দিয়েছেন ঢাকায় ভ্যাটিক্যান সিটির প্রতিনিধি আর্জবিশপ জর্জ কোচেরি।

এছাড়া জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রধান শিনজি কুবো জানিয়েছেন, সমস্যার সমাধান হতে হবে। আশ্রয় দেওয়াদের ব্যাপারে এখনই কিছু সিদ্ধান্তে আসতে হবে।

Exit mobile version