কবুতরের খাঁচায় করে ইয়াবা পাচারকালে আটক-১

fec-image

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে নীল দরিয়া পরিবহন তল্লাশী করে কবুতরের খাঁচায় করে পাচারের সময় ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সে কক্সবাজার করলিয়ার মো. ইউছুপ আলীর পুত্র মো. ওসমান গণি (২৮)।

১২ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শিলখালী মেরিন ড্রাইভের অস্থায়ী চেকপোস্টে তাকে আটক করে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) জানান, কক্সবাজারগামী নীল দরিয়া পরিবহন তল্লাশীকালীন একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে নামিয়ে হাতে থাকা কবুতরের খাঁচায় অভিনব কায়দায় ফিটিং করা ২৮লাখ ১২হাজার ৫’শ টাকা মূল্যমানের ৯ হাজার ৩’শ ৭৫ পিস ইয়াবাসহ মোঃ ওসমান গণি (২৮) কে আটক করে।

তিনি আরও জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবা, পাচারকালে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন