parbattanews

করোনা: রাঙামাটিতে নতুন করে আক্রান্ত ১৮, বেড়ে ১৪৬

রাঙামাটিতে নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট আক্রন্তের সংখ্যা দাঁড়ালো ১৪৬জন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি সিভল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোস্তফা কামাল।

তিনি বলেন, নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে নানিয়ারচর, কাউখালী এবং কাপ্তাই উপজেলা মিলে মোট তিনজন এবং রাঙামাটি শহরের বাকি ১৫ জন।

আক্রান্তদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য, ১ জন পল্লী চিকিৎসকও আছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত বেড়ে দাঁড়ালো ১৪৬ জন। জেলায় ১৪৬ করোনা রোগির মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

ডা. মোস্তফা জানান, বুধবার রাতে আসা রিপোর্টে আক্রান্তদের মধ্যে যারা আছেন তারা হলেন, ভেদভেদীতে ১জন,কলেজগেইটে ১ জন, রিজার্ভবাজার ২জন, আলম ডক ইয়ার্ড ১জন,বনরূপায় ১ জন, রাজমনি পাড়ায় ১ জন, ডিএফও বাংলো ১ জন, সুখী নীলগঞ্জ ১ জন, পুরাতন পুলিশ লাইন ৪ জন, তবলছড়িতে ১ জন, নানিয়ারচর ১ জন, কাপ্তাই ১ জন এবং কাউখালীতে ১ জন।

Exit mobile version