parbattanews

করোনা: রাঙামাটির ৪৬ জনের রিপোর্টই নেগেটিভ

করোনা ভাইরাস সন্দেহে রাঙামাটি থেকে রক্তের নমুনা পাঠানো সর্বমোট ৪৬ জনের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। আর এমন তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোস্তফা কামাল।

ডা. মোস্তফা কামাল বলেন, চট্টগ্রামে প্রথমে ২ জন, ২য় ধাপে ১০ জন, তৃতীয় ধাপে ২৪ জন এবং শুক্রবার পর্যন্ত ১০ জনের রিপোর্ট পাঠিয়েছিলাম। আর রোববার সর্বশেষ হাতে প্রাপ্ত সকল রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। তারা কেউ করোনা আক্রান্ত নয়।

ডা. আরও জানান রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা সেই যুবকের রিপোর্টও নেগেটিভ এসেছে। এটা রাঙামাটির জন্য সুসংবাদ। তবে সকলকে সাবধানে থাকার পরামর্শ প্রদান করেন এ চিকিৎসক।

Exit mobile version