করোনাকালীন দু:সময়ে প্রধানমন্ত্রীর উদ্যোগ প্রশংসনীয়: এমপি দীপংকর

fec-image

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, করোনাকালীন দু:সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ প্রশংসনীয়। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা আ’লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি দীপংকর আরও বলেন, বর্তমানে সারা পৃথিবী এক চ্যালেঞ্জের মুখে পতিত হয়েছে। অর্থনীতি থেকে শুরু করে জীবনযাত্রা সবকিছু বদলে যাচ্ছে। এত সমস্যার মধ্যে থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুকৌশলী নেতৃত্বের কারণে আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। মহামারীর ক্রান্তিকালে দেশের একজন মানুষকে অনাহারে রাখতে চাই না প্রধানমন্ত্রী। তাই প্রত্যান্তাঞ্চলে কর্মহীন, অসহায় মানুষের মাঝে তার উপহার পাঠানো হচ্ছে।

এর আগে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসীন রোমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া ও মিলাদ মাহফিল এবং প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন