parbattanews

করোনাভাইরাস:পানছড়িতে ৪২টি নমুনা সংগ্রহ

কোভিড-১৯ এর মঙ্গলবার (১২ মে) পর্যন্ত পানছড়ির ৪২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল এসেছে ৩৩টি যার সবকটিই নেগেটিভ বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা।

বাকীদের ফলাফলও খুব শীঘ্রই আসবে বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) সলিট চাকমা এসব নমুুনা সংগ্রহ করেন। তার সাথে ছিলেন এমটিইপি.আই ললেন্দ্র ত্রিপুরা ও অফিস সহায়ক সাধন চাকমা।

ডা. অনুতোষ চাকমা জানান, বর্তমান মৌসুমটাই সর্দি বা জ্বর হওয়ার সময়। সর্দি বা জ্বর হলে যে করোনায় আক্রান্ত তা ঠিক নয়। তারপরও আমরা নিজেদের নিরাপদ রাখতে যেখানেই খবর পাচ্ছি নমুনা সংগ্রহে ছুটে যাচ্ছি।

নমুনার ফলাফল না আসা পর্যন্ত কেউ যাতে কোন বিভ্রান্তি না ছড়ায় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

Exit mobile version