parbattanews

করোনাভাইরাস:পানছড়ির আরো দু’জনের নমুনা সংগ্রহ

কোভিড-১৯ এর পানছড়ি থেকে আগে একটি নমুনার ফলাফল নেগেটিভ এসেছিল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে পানছড়ির আরো দুটি নমুনা সংগ্রহ করেছেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা ও তার দল।

ডা: অনুতোষ চাকমা জানান, বর্তমান মৌসুমটাই সর্দি বা জ্বর হওয়ার সময়। সর্দি বা জ্বর হলে যে করোনায় আক্রান্ত তা ঠিক নয়। তারপরও আমরা নিজেদের নিরাপদ রাখতে যেখানেই খবর পাচ্ছি নমুনা সংগ্রহে ছুটে যাচ্ছি।

ডাক্তারি পরিক্ষা করা হয়েছে। তারা সুস্থ আছে বলেও নিশ্চিত করেন ডা. অনুতোষ চাকমা।

নমুনার ফলাফল না আসা পর্যন্ত কেউ যাতে কোন বিভ্রান্তি না ছড়ায় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

অপর দিকে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ওসি মো. দুলাল হোসেন ও ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন সর্দি জ্বরে আক্রান্ত পরিবারের হোম কোয়ারেন্টিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকার ইউপি সদস্য আসিফ করিম জানান, হোম কোয়ারেন্টিনে থাকা পরিবারের সকল খাবার ও বাজারের বিষয়টি তিনি নিজেই দেখবেন।

Exit mobile version