করোনাভাইরাস প্রতিরোধে খাগড়াছড়ি গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা কাজ করছে একযোগে 

fec-image

সকাল থেকে  বাজারের দোকানপাটগুলো বন্ধ ও দূরপাল্লার গাড়ি চলাচল রোধে কাজ করছে গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা।এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে, বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে,বাজারে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য স্বাভাবিক রাখতে, উপজেলা প্রশাসন ও পুলিশের সাথে একযোগে এ  অভিযান পরিচালনা করছে সেনা সদস্যরা।

সারা দেশের ন্যায় বৃহস্পতিবার(২৬ মার্চ) থেকে সেনাবাহিনী মাঠে কাজ করেন।

সাধারণ মানুষের দাবি দ্রব্যমূল্য রোধে সেনাবাহিনীকেও সম্পৃক্ত করা এ লক্ষে গুইমারা সাবজোন অধিনায়ক মেজর মো. জুনায়েদ বিন কবিরের নেতৃত্বে  বুধবার  বিকাল থেকে   উপজেলার গুইমারা, জালিয়াপাড়া, রামছু বাজার, মুসলিম পাড়া সহ উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী ।

অভিযানের  পাশাপাশি জনসচেতনতার লক্ষে  মাইকিং করা হয়েছে ।এবিষয়ে বুধবার বিকালে গুইমারা সাব জোন অধিনায়ক  মেজর মো. জুনায়েদ বিন কবির- জি এর সভাপতিত্বে আলোচনা সভা করা হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, ওসি মো. মিজানুর রহমান, উপজেলা  আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেমং মারমাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, গুইমারা, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন