parbattanews

করোনাভাইরাস সচেতনতায় ব্যস্ত সময় পার করছেন মহালছড়ির ইউএনও

সারাবিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণরোধে সৃষ্ট সংকট নিরসনে ব্যস্ত সময় পার করছেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত।

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার মুড়া পাড়া নামক এলাকায় গিয়ে কর্মহীন মানুষের মাঝে নিরাপদ দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ এবং শিশুদের মাঝে শিশু খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। ওই এলাকায় কয়েকজন শিশুর হাম রোগীর প্রার্দুভাব দেখা দিলে সেখানে গিয়ে রোগীদের খোঁজ খবর নেন।

এসময় সাথে ছিলেন, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহকারী মেডিকেল অফিসার ডা. মৃদুল কান্তি ত্রিপুরা, উপজেলা স্যানিটেশন অফিসার সুরেশ কান্তি চাকমা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এরপর উপজেলার মহাজনপাড়া গ্রামে ঢাকা থেকে আগত মহাজনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হোম কোরাইন্টাইন থাকা লোকজনদের সরাসরি গিয়ে খোঁজখবর নেন এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন।

সর্বশেষ মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ উপজেলার টিএন্ডটি পাড়াসহ যৌথখামার এলাকার প্রায় ১‘শ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এছাড়াও তিনি প্রতিটি এলাকায় গিয়ে জনসাধারণকে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন এবং সরকারি নির্দেশ মেনে যার যার বাড়িতে থাকার পরামর্শ দেন।

Exit mobile version