parbattanews

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৯৭

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা ও হার আগের দিনের চেয়ে বেড়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে এক জনের। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো এ রোগে মৃত্যু সংবাদ এল। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১৯৭ জনের। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৫১ জন এবং শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৯ হাজার ৯১১ জন।

মঙ্গলবার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৬ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ জন এবং এখন পর্যন্ত সুস্থ ২০ লাখ ৬ হাজার ৪৩৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৬৬টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৬৫টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, মৃত একজন নারী। তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি খুলনায় অবস্থান করছিলেন।

Exit mobile version