করোনায় আক্রান্ত প্রায় ১৫ হাজার, শনাক্তের হার বেড়ে ৩২ শতাংশের ওপর 

fec-image

দেশে গত একদিনে করোনাভাইরাস পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই সময়ে করোনায় মৃত্যুবরণ করেছেন আরও ১৫ জন। ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮২৮ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ শতাংশ ছাড়িয়েছে।

 সোমবার (২৪ জানুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনায় মোট মারা গেছেন ২৮ হাজার ২৩৮ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯৮ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন।

মারা যাওয়া ১৫ জনের মধ্যে নয়জন পুরুষ ও ছয়জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ছয়জন, ময়মনসিংহ বিভাগের তিনজন, সিলেট বিভাগের দুইজন এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগে একজন করে। এদিন রংপুর বিভাগে কেউ মারা যায়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন