করোনায় ইন্ডিপেনডেন্ট টিভির ১কর্মী আক্রান্ত,কোয়ারেন্টিনে ৪৭ জন

fec-image

বেসরকারি টেলিভিশন ইন্ডিপেনডেন্টের এক কর্মী করোনাভাইরাস  এ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় ওই টেলিভিশনের ৪৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তিতে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার(৩ এপ্রিল) বিকেলে ইন্ডিপেনডেন্ট টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান নিজের ফেসবুকে এক পোস্ট দিয়ে এ তথ্য জানান।

শামসুর রহমান আরো জানান, করোনায় আক্রান্ত সেই কর্মী দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

এম শামসুর রহমান বলেন, ইন্ডিপেনডেন্ট টিভির যে সহকর্মী আক্রান্ত হয়েছেন তিনি শেষ অফিস করেছেন গত ২৬ মার্চ। ওই রাতে তিনি মুঠোফোনে নিজের উপসর্গের কথা তিনি ইন্ডিপেনডেন্ট অফিসকে অবহিত করেন।

এরপর থেকে তিনি নিজ থেকেই কোয়ারেন্টিনে ছিলেন। পরীক্ষা করে জানা গেছে উনি ‘কোভিড ১৯’ এ আক্রান্ত। ওই কর্মীর সংস্পর্শে আসা টেলিভিশনের ৪৭ জন কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত অন্য কোনো সহকর্মীর আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ দেখা দেয়নি।

শামসুর রহমান বলেন, গণমাধ্যমের কর্মীদের ঝুঁকির মধ্য দিয়ে কাজ করতে হয়। সংকটটি বড় হয়ে উঠছে। দয়া করে বাড়িতে থাকুন। এ সময় তিনি সরকারের নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, কোয়ারেন্টাইন, বেসরকারি টেলিভিশন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন