করোনায় কর্মহীন মানুষের মাঝে দীঘিনালা জোনের ত্রাণ বিতরণ

fec-image

করোনাভাইরাসের কারনে দীঘিনালা উপজেলার দুর্গম ধনপাতাছড়া গ্রামের লোকজনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন দীঘিনালা জোন।

শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে দুর্গম ধনপাতাছড়া গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচী উদ্ধোধন করেন, দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আদনান কবির।

এসময় করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রির প্যাকেট তুলে দেন তিনি।

ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ১ কেজি লবণ এবং ২টি সাবান রয়েছে।

ত্রাণ সামগ্রী হাতে পেয়ে দূর্গম ধনপাতা ছড়া সুইনা চাকমা জানান, করোনাভাইরাসের কারনে এলাকায় কাজকর্ম নেই। না খেয়ে দিনাতিপাত করছি। সেনাবাহিনীর এ  ত্রাণ সহযোগিতা খুবই উপকারে আসবে।

অন্যদিকে মালতি চাকমা জানান, ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে ছিলাম। সেনাবাহিনীর ত্রাণ পেয়ে খুব খুশি।

এ ব্যাপারে দীঘিনালা জোনের ক্যাপ্টেন সাকিব হোসেন জানান, উপজেলার দুর্গম ধনপাতা ছড়া গ্রামের দুস্থ পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে। চাল, ডাল, তেল, আটা, লবণ দেয়া হয়েছে। দূর্গম এলাকার লোকজনের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে।

দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আদনান কবির জানান, যেসব এলাকায় সাধারণত ত্রাণ সামগ্রী কম পৌঁছায়, বিশেষ করে দূর্গম প্রত্যন্ত এলাকা! সেসব এলাকার ৫শত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও তা অব্যহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, দীঘিনালা, সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন