parbattanews

করোনায় ক্ষতিগ্রস্ত শিল্পীদের রাঙামাটি জেলা পরিষদের আর্থিক অনুদান

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ক্যাটাগরির ১৩৩জন শিল্পীকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে জেলা পরিষদের সভাকক্ষে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব নগদ অর্থ প্রদান করেন।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি দীপংকর তালুকদার বলেন, রাঙামাটিতে করোনায় বিভিন্ন পেশার মানুষের মধ্যে নরসুন্দররা আগে তাদের কাজ হারিয়েছেন। এরপর পর্যটন সংশ্লিষ্ট বোট চালকরা। আমরা সরকারের সাহায্য তাদের হাতে পৌঁছে দিয়েছি। পরিষদের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ক্যাটাগরির ১৩৩জন শিল্পীকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আর্থিক মূল্যে এ সাহায্য খুব বেশি না হলেও শিল্পীদেরকে সাহস যোগানোর জন্যে এ সাহায্য দেওয়া হচ্ছে।

জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, রেমলিয়ানা পাংখোয়া, সবির কুমার চাকমা, প্রবর্তক চাকমা, ঝর্ণা খীসা, প্রিয়নন্দ চাকমাসহ শিল্পীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার কর্তৃক প্রদত্ত এ্যাম্বুলেন্স এর চাবি হস্তান্তর করেন।

এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম, সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুইমিং প্রু রোয়াজা উপস্থিত ছিলেন।

Exit mobile version