parbattanews

করোনায় বন্ধ স্কুল, যা হারাচ্ছে শিশুরা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, সংক্রমণ পরিস্থিতি উন্নতি না হলে সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।

তবে এখন প্রশ্ন হলো– দীর্ঘ সময় এই অস্বাভাবিক বিরতিতে শিক্ষার্থীদের পড়াশোনার কী ক্ষতি হচ্ছে? তাদের মানসিক অবস্থা কেমন হচ্ছে?

বিশ্লেষকরা বলছেন, স্কুল বন্ধ থাকার কারণে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে প্রাথমিক পর্যায়ের শিশু শিক্ষার্থীদের ওপর।

তারা বলছেন, এ সময় পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা সামাজিকতাও শিখে। এ ক্ষেত্রে স্কুলের ভূমিকা গুরুত্বপূর্ণ।

স্কুলের আঙিনা সামাজিকতা শেখার অন্যতম জায়গা উল্লেখ করে তিনি বলেন, স্কুলে খেলাধুলা ও সাংস্কৃতিক নানা আয়োজন থাকে। স্কুল বন্ধ থাকায় শিশুরা সেসব থেকে বঞ্চিত হচ্ছে।

Exit mobile version