parbattanews

করোনায় সৌদি আরবে কক্সবাজারের দুই জনের মৃত্যু

করোনায় একই দিনে সৌদি আরবে কক্সবাজারের দুই জনের মৃত্যু হয়েছে। তারা হলেন জসিম উদ্দিন ও আবু তাহের।

জীবিকার তাগিদে গত ১০ মার্চ সৌদি আরব গিয়েছিলেন কক্সবাজার সদরের ঈদগাঁও মাইজ পাড়ার বাসিন্দা জসিম উদ্দীন (৪০)। কিন্তু তিনি জানতেন না, তার মৃত্যুটা ওখানেই হবে।

বিশ্বকে কাবুকরা করোনাভাইরাসের কাছে ধরাশায়ী হয়ে মৃত্যু বরণ করলেন টগবগে এই যুবক। মঙ্গলবার (১৪ এপ্রিল) সৌদি আরবের মক্কা আল নুর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জসিম উদ্দীন কক্সবাজার সদরের ঈদগাঁও মাইজ পাড়ার মরহুম নাজির হোসেনের ছেলে। তার মায়ের নাম মৃত দিলদার বেগম।

একই দিন মক্কা নগরীর একটি হাসপাতালে পেট ব্যথা নিয়ে ভর্তি ছিলেন আবু তাহের (৫০)। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মারা গেলেন তিনি।

আবু তাহের কক্সবাজার সদরের পূর্ব গোমাতলী মরহুম হাজ্বী ছৈয়দুর রহমানের পুত্র এবং সাবেক ইউপি সদস্য মুহাম্মদ এহেসানের বড় ভাই।
এই দুই রেমিটেন্সযোদ্ধার পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম। সান্ত্বনার ভাষা নেই স্বজনদের।

জীবন জীবিকার তাগিয়ে সৌদি আরব পাড়ি জামিয়েছিলেন কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁও এলাকার জসিম উদ্দিন ও আবু তাহের। কিন্তু নিয়তির কাছে হেরে গিয়ে চিরতরে বিদায় নিলেন দুই রেমিটেন্সযোদ্ধা।

Exit mobile version