parbattanews

করোনায় ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু, কমেছে শনাক্ত

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় একজন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ২৪৩ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ৩০০ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৪১১ জন এবং শনাক্ত ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৮২ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৭৬ হাজার ২৮৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১৮৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ১৭৪টি। এখন পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ৬৫ হাজার ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৫ দশমিক ৮২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৫৯ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১৮ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৭০ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারী একজন নারী। তিনি সিলেটে অবস্থান করছিলেন।

Exit mobile version