parbattanews

করোনা: কুতুবদিয়ায় লাফিয়ে বাড়ছে আক্রান্ত

ফাইল ছবি

দ্বীপ কুতুবদিয়ায় লাফিয়ে বাড়ছে করোনা। নমুনা দিলেই পজিটিভ মিলছে। মঙ্গল বারের রিপোর্টে নমুনার ৪০ শতাংশ পজিটিভ হয়েছে। পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে গেলেও সাধারণ মানুষের স্বাস্থ্য বিধি পালনে অনিহা থাকলেও প্রশাসনও কঠোর ভূমিকায় রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের তথ‍্য অনুযায়ী এ পর্যন্ত করোনার নমুনা টেস্ট হয়েছে ১১৩৫টি। পজিটিভ এসেছে ১৪৫ জনের। সুস্থ হয়েছে ১১৫ জন। আইসোলেশনে রয়েছে ২৭ জন। ৩ জন রয়েছে মৃত‍্যুর তালিকায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল টেকনোলজিস্ট(ল‍্যাব) গোলাম মওলা বলেন, আগের চেয়ে নমুনা দেয়ার সংখ‍্যাও বাড়ছে। বেড়েছে আক্রান্তের হার।

মঙ্গলবার নমুনা দিয়েছে ১৫ জন। র‍্যাপিড এন্টিজেন টেস্টে পজিটিভ মিলেছে ৬ জনের। এর আগের দিনেও প্রায় সমপরিমাণ নমুনায় পজিটিভ ছিল ৫ জনের।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও স্বাস্থ্য বিভাগের করোনা প্রতিরোধ কমিটির প্রধান ডা. রেজাউল হাসান বলেন, উপজেলায় উদ্বেগজনকভাবে করোনা বাড়ছে। মঙ্গলবারও নমুনার ৪০ শতাংশই পজিটিভ পাওয়া গেছে। কঠোরভাবে স্বাস্থ্য বিধি অনুসরণ সহ করোনার উপসর্গ মনে হলেই হাসপাতালে এসে নমূনা দেয়ার পরামর্শ দেন তিনি।

এছাড়া করোনা প্রতিষেধক সিনোফার্মের ১৪০০ টিকার মধ‍্যে ইতিমধ্যে ৭৮০ জনে টিকা গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

Exit mobile version