parbattanews

করোনা থেকে বাঁচতে হলে সচেতনতার বিকল্প নেই: এমপি দীপংকর

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, করোনা থেকে বাঁচতে হলে স্বাস্থ্য সচেতনতার কোন বিকল্প নেই। শনিবার (২২ জানুয়ারি) দুপুরে রাঙামাটি সরকারি মহিলা কলেজ এলাকায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি দীপংকর তালুকদার বলেন, ঢাকা ও রাঙামাটি জেলাকে করোনা ভাইরাস সংক্রমণের রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। রাঙামাটিতে দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই সকলকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, রাঙামাটি পৌরসভার নারী সংরক্ষিত কাউন্সিলর জোসনা বেগম, রাঙামাটি পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুকান্ত বিকাশ দাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সানরাইজ ক্লাবের সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, যুগ্ম-সম্পাদক আলিম উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাঙামাটি শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাঙামাটি জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদ সলিম উল্লাহ সেলিম এর উদ্যোগে ৫০০ অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে।

Exit mobile version