parbattanews

কাপ্তাইয়ে করোনা প্রতিরোধে ফায়ার সার্ভিস দিয়ে কিটনাশক স্প্রে

কাপ্তাই ইউনিয়ন পরিষদ কমিটির আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধ বৃহস্পতিবার (২৬মার্চ) সকাল ৯টায় ফায়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন এলাকায় কিটনাশক ঔষধ ছিটানো হয়।

এদিকে কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, করোনা ভাইরাস সচেতনতায় আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকব, সাবান দিয়ে হাত পরিষ্কার করব। সকলে সরকারের নিয়ম ও সাবধানতা মানার জন্য আবেদন করেন।

তিনি বলেন, কাপ্তাইয়ের বিভিন্ন গুরুত্বরপূর্ণ এলাকায় সচেতনমূলক লিফলেট বিতরণ, দেড় হাজার মাক্স বিতরণ, সাবান, পানির ড্রাম ও টিস্যু বিতরণ করা হয়েছে।

এসময় কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, সাবেক ইউনিয়ন আ’লীগ সভাপতি সাগর চক্রবর্ত্তী, সাংগঠনিক সম্পাদক আক্তার আলম, নতুনবাজার কমিটির সাধারণ সম্পাদক একরামুল হক, আ’লীগ নেতা মোস্তাক আহমেদ ও উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন  উপস্থিত ছিলেন।

Exit mobile version