parbattanews

করোনা প্রতিরোধে বান্দরবান পুলিশ প্রশাসনের লিফলেট বিতরণ

“আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব করোনা ভাইরাস (কভিড-১৯) প্রতিরোধ।

আর এই লক্ষ্যে ১৯ মার্চ (বৃহস্পতিবার) বিকালে বান্দরবান জেলার পুলিশ সুপার জেরিন আক্তার এর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।

আর এই সময় এতে আরো উপস্থিত ছিলেন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ও বান্দরবান (ডিএসবি প্রধান) মুহাম্মদ আলী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজা সরোয়ার, ডিআইও-১ মোহাম্মদ বাচা মিয়া ও সদর অফিসার ইনচার্জ (ওসি )মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী সহ পুলিশ সদস্যবৃন্দ।

লিফলেট বিতরণ করার সময় পুলিশ সুপার জেরিন আক্তার সহ সকলে সকল জনসাধারণকে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। সেই সাথে সকল জনসাধারণকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য বলেন। তিনি আরো বলেন সবাই সুষ্ঠুভাবে সকল দিক নির্দেশনা মেনে চললে অবশ্যই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারবে।

Exit mobile version