parbattanews

বান্দরবানে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্টের অভিযান

শীতের প্রভাব শুরু হয়েছে সমগ্র জেলার মত পার্বত্য বান্দরবানে। করোনা মহামারীতে পার্বত্য বান্দরবানের সকল মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসক কর্তৃক মোবাইল কোড অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কায়েসুর রহমানের নেতৃত্বে বান্দরবান বাজার এলাকায় জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

এই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বান্দরবান বাজার এলাকায় বিভিন্ন গলি পরিদর্শন করেন এবং মাস্ক ব্যবহার না করায় সংক্রামক প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৫ (১) খ ধারায় ৩ জন পথচারীকে ৫০০ টাকা জরিমানা করা হয় ।

এই সময় উপস্থিত সকল জনগণকে মাস্ক পরিধান করে নিজেকে সুরক্ষিত দেখার জন্য পরামর্শ প্রদান করা হয়। বিশেষ করে শীতের এই সময় করোনা থেকে সকলে যাতে নিজেকে রক্ষা করতে পারে সেজন্য সকলকে বিশেষ নিয়মাবলী মেনে চলার জন্য আহ্বান জানানো হয়।

Exit mobile version